প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? উপাদান কয়টি ও কি কি

প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, প্রাকৃতিক পরিবেশের উপাদান কয়টি, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি এসব বিষয় নিয়ে আজকের এই ব্লগে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন।

প্রাকৃতিক পরিবেশ কাকে বলে ক্লাস ৩, ক্লাস ৪, ক্লাস ৫ সহ বিভিন্ন ক্লাসের পরীক্ষায় প্রশ্ন হিসেবে এসে থাকে। এছাড়াও, অনেকেই প্রাকৃতিক পরিবেশ কি এবং এর উপাদান কি কি এগুলো জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। তো চলুন, এই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

প্রাকৃতিক পরিবেশ কাকে বলে

প্রকৃতি প্রদত্ত পরিবেশকেই প্রাকৃতিক পরিবেশ বলে। সৃষ্টিকর্তা পূর্বে থেকে মানবজাতি সহ পুরো সৃষ্টিকুলের জন্য বিভিন্ন ধরনের উপাদান দিয়ে যে পরিবেশ তৈরি করে রেখেছেন, সেটিই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান যেমন: মাটি, পানি, বাতাস, আলো, পাহাড়-পর্বত ইত্যাদি।

প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো প্রকৃতি প্রদত্ত। এসব উপাদান তৈরি করার সাধ্য মানবজাতির নেই। সৃষ্টিকর্তা মানবজাতির জন্য এসব উপাদান পূর্বেই তৈরি করে রেখেছেন।

আমরা আমাদের চারিদিকে মানবসৃষ্ট নয় এমন যেসব উপাদান দেখতে পাই, সবগুলোই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো মানুষ সৃষ্টি করতে পারে না। প্রাকৃতিক উপাদান ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য এবং জীবনযাপন করার জন্য প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রাকৃতিক পরিবেশের উপাদান কয়টি

প্রাকৃতিক পরিবেশের উপাদান রয়েছে অনেকগুলো। যেমন – চাঁদ, তারা, মাটি, পানি, বায়ু, আলো, পাহাড়-পর্বত, গাছপালা, মানুষ, পশুপাখি ইত্যাদি। এসব উপাদান প্রকৃতি প্রদত্ত যা মানুষের তৈরি করার ক্ষমতা নেই।

প্রাকৃতিক পরিবেশের অনেক উপাদান রয়েছে। যেসব উপাদান মানুষের তৈরি করার ক্ষমতা নেই এবং প্রকৃতি থেকে প্রদত্ত, সেগুলোই হচ্ছে প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানগুলো সৃষ্টিকর্তা শুরু থেকেই তৈরি করে রেখেছেন।

প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি

প্রাকৃতিক পরিবেশের অনেক উপাদান রয়েছে। প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ হচ্ছে –

  • মাটি
  • পানি
  • বায়ু
  • আলো
  • পাহাড়-পর্বত
  • চাঁদ
  • তারা
  • সূর্য
  • মানুষ
  • পশুপাখি
  • নদ-নদী
  • সাগর-মহাসাগর
  • গাছপালা ইত্যাদি।

উপরোক্ত উপাদানগুলো মানুষ সৃষ্টি করতে পারে না। এসব উপাদান প্রকৃতি প্রদত্ত। প্রকৃতি প্রদত্ত এসব উপাদানকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বলা হয়। আমাদের প্রাত্যহিক জীবনে প্রাকৃতিক পরিবেশের সকল উপাদান গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন – নবীন বরণ অনুষ্ঠানের বক্তব্য দেয়ার নিয়ম

প্রাকৃতিক পরিবেশের ১০ টি উপাদান

প্রাকৃতিক পরিবেশের ১০ টি উপাদান হচ্ছে – চাঁদ, তারা, সূর্য, মাটি, পানি, বায়ু, গাছপালা, মানুষ, পশুপাখি, পাহাড় ইত্যাদি। প্রাকৃতিক পরিবেশের এই ১০টি উপাদান আমাদের প্রাত্যহিক জীবনে ওতপ্রোতভাবে জড়িত।

প্রতিটি মানুষ প্রকৃতির তৈরি। আর আমরা জানি যে প্রকৃতির তৈরি সবকিছুই প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই, কেউ যদি জিজ্ঞাসা করে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, আমরা ছোট করে উত্তর দিবো যে, “যেসব উপাদান প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে বা প্রকৃতি প্রদত্ত, সেগুলোই নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।”

প্রাকৃতিক পরিবেশের অনেক উপাদান রয়েছে। যেসব উপাদান ছাড়া আমাদের জীবন অচল, এমন উপাদানগুলোর নাম উপরে উল্লেখ করে দিয়েছি।

নিচে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেছি। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।

মাটি

মাটি বা মৃত্তিকা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা সবাই মাটির উপর দাড়িয়ে, শুয়ে, বসে বিভিন্নভাবে বসবাস করছি। মাটি ছাড়া একজন মানুষ কোনো শক্তি ব্যয় না করে শূন্যে ভেসে থাকতে পারবে না।

প্রকৃতি প্রদত্ত প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর মাঝে মাটি অন্যতম। মাটি আছে বলেই আমরা চাষাবাদ করে খাদ্য উৎপাদন করতে পারছি এবং জীবনযাপন করতে পারছি।

পানি

পানির অপর নাম জীবন। এই প্রবাদটি নিশ্চয়ই শুনেছেন। পানি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মাঝে একটি। পানি ছাড়া কোনো কাজ করা সম্ভব না। পানি ছাড়া যেমন একজন মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি পানি ছাড়া কোনো পশুপাখি এবং গাছপালা বাঁচতে পারে না।

আরও পড়ুন – চিঠির খাম লেখার নিয়ম 

প্রকৃতি প্রদত্ত সবথেকে প্রয়োজনীয় উপাদানগুলোর মাঝে একটি হচ্ছে পানি। পৃথিবী ভূপৃষ্ঠের ১০০ ভাগের মাঝে ৭০ ভাগ পানি এবং ৩০ ভাগ মাটি। পানি আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ তা এই শতকরা থেকেই বোঝা যায়।

বাতাস

বাতাস ছাড়া কোনো মানুষ, পশুপাখি, গাছপালা বাঁচতে পারবে না। আমরা সর্বদা নিশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করছি। গাছপালা আবার এসব কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে।

এভাবে করে মানুষ, গাছপালা সহ বিভিন্ন পশুপাখি তাদের শ্বাসকার্য চালনা করছে। কেমন হতো যদি পৃথিবীতে কোনো বাতাস না থাকতো। পৃথিবীর বায়ুমণ্ডল যদি ফাঁকা হতো, তাহলে এখানে কোনো প্রাণী বাঁচতে পারতো না। যেমন অন্যান্য গ্রহে একটি প্রাণী স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না।

বাতাস প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মাঝে অন্যতম। মানবজাতির বেঁচে থাকার জন্য বাতাস গুরুত্বপূর্ণ। মাটি, পানির পাশাপাশি বাতাস বা বায়ুমণ্ডলে থাকা বায়ু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন – কম্পিউটার এন্টিভাইরাস কি

আলো

সূর্যের আলো না থাকলে কেমন হতো? মাটি, পানি, বাতাসের মতোই সূর্যের আলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মাঝে সূর্যের আলো একটি। সূর্যের আলো ছাড়া কোনো গাছপালা জন্মাতে এবং বড় হতে পারে না।

মানবদেহের জন্যও সূর্যের আলো অতীব গুরুত্বপূর্ণ। সূর্যের আলো মানবজাতি সহ পৃথিবীর প্রাণী এবং উদ্ভিদকুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাঁদ

রাতের বেলা সূর্য ডুবে যায়, কিন্তু আমরা তবু রাতের বেলা আবছা আবছা আবার কখনো কখনো পরিষ্কার দেখতে পাই। কিন্তু কীভাবে দেখি আমরা? কোনো কৃত্রিম আলো ছাড়া রাতের বেলা কোনো কিছু দেখার জন্য চাঁদের আলো দায়ী। সূর্যের আলো চাঁদের উপর পড়ে সেটি থেকে রাতের বেলা আমরা চাঁদের আলোতে দেখতে পারি।

চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু সূর্যের আলো চাঁদে পড়ে সেটি পৃথিবীতে আসে। চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীর উপগ্রহ। মহাবিশ্বের প্রায় প্রতিটি গ্রহের একটি বা একের অধিক উপগ্রহ রয়েছে।

আরও পড়ুন – অব্যাহতি পত্র লেখার নিয়ম

গাছপালা

গাছপালা হচ্ছে প্রকৃতি প্রদত্ত। গাছপালা প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। গাছপালা ছাড়া মানবজাতি বেঁচে থাকতে পারবে না। কারণ, আমরা নিশ্বাসের সাথে যে অক্সিজেন গ্রহণ করি, তা গাছপালা থেকে পাই। আবার মানবজাতি ছাড়া গাছপালাও বাঁচতে পারবে না।

গাছপালা এবং মানবজাতির মাঝে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইড এর আদান-প্রদান হয়, এটি অনেক গুরুত্বপূর্ণ। এই আদান-প্রদান ছাড়া মানুষ বা গাছপালা বাঁচতে পারবে না।

এসব ছাড়াও প্রাকৃতিক পরিবেশের আরও অনেক উপাদান রয়েছে যা আমি উপরে উল্লেখ করে দিয়েছি। প্রতিটি উপাদান মানবজাতি এবং পৃথিবীর অন্যান্য প্রাণীকুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি এবং প্রাকৃতিক পরিবেশের উপাদানের গুরুত্ব সম্পর্কে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আশা করছি উত্তর করতে পারবেন।

আরও পড়ুন – আর্থিক অনুদানের আবেদন পত্র লেখার বিস্তারিত নিয়ম

FAQ

প্রাকৃতিক পরিবেশ কাকে বলে ক্লাস ৩

প্রাকৃতিক ভাবে সৃষ্ট সকল উপাদান নিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশের কোনো উপাদান মানুষ তৈরি করতে পারে না।

প্রাকৃতিক পরিবেশ কাকে বলে উদাহরণ দাও?

প্রাকৃতিক উপাদানসমূহ নিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানগুলো হচ্ছে – মাটি, পানি, বায়ু, গাছপালা, পশুপাখি, মানুষ ইত্যাদি।

কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান?

মাটি, পানি, বায়ু, আলো, গাছ, পাহাড়, পশুপাখি, মানুষ, চাঁদ, তারা ইত্যাদি এসবকিছু প্রাকৃতিক পরিবেশের উপাদান।

প্রাকৃতিক পরিবেশের উপাদান কয়টি ও কি কি?

প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে, মাটি, পানি, বায়ু, আলো, গাছপালা, মানুষ, পশুপাখি, চাঁদ, তারা ইত্যাদি।

শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, প্রাকৃতিক পরিবেশের উপাদান কয়টি ও কি কি এসব নিয়ে আলোচনা করেছি। আরও এমন তথ্য জানতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আমি Specific Info ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন। প্রফেশনালি কন্টেন্ট রাইটিং করার পাশাপাশি এই ব্লগে পড়ালেখা, সাধারণ জ্ঞান বিষয়ক তথ্য নিয়ে লিখে থাকি।

Leave a Comment