নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়

নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয় এ বিষয়টি নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি নরমেনস ট্যাবলেট কি, নরমেনস ট্যাবলেট এর কাজ কি না জেনে থাকেন, তবে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

অনেকের মাসিক হয় না আবার কারও মাসিকের সময় অনেক ব্যাথা সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। ডাক্তারের পরামর্শ নিয়ে নরমেনস ট্যাবলেট খেলে এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো চলুন, নরমেনস ট্যাবলেট কেন খায়, নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম এবং নরমেনস ট্যাবলেট এর দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

নরমেনস ট্যাবলেট এর কাজ কি?

নরমেনস ট্যাবলেট এর কাজ হচ্ছে মাসিক শুরুর ৭-১০ দিন আগে শুরু হওয়া উপসর্গ, শরীরে পানি ধারণ, মাইগ্রেন, মাথাব্যথা, স্তনের অস্বস্থি, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং মানসিক সমস্যা থেকে মুক্তি দেয়া। মাসিক শুরুর ১৯তম-২৬তম দিন পর্যন্ত প্রতিদিন ২-৩টি ট্যাবলেট সেবন করলে এসব সমস্যা থেকে মুক্তি মিলবে।

মাসিক শুরুর পূর্বে অনেক ধরনের উপসর্গ দেখা দিয়ে থাকে। বিশেষ করে অতিরিক্ত পেট ব্যাথা, মাথা ব্যাথা, মাইগ্রেনের ব্যাথা সহ মানসিক বিভিন্ন সমস্যা। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য সবথেকে ভালো কাজ করে নরমেনস ট্যাবলেট। এই ট্যাবলেট প্রতিদিন ২-৩টি করে সেবন করলে মাসিকের সমস্যাগুলো থাকে না।

এছাড়াও, মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত, ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাত থেকে রক্ষা পেতেও নরমেনস ট্যাবলেট খেতে পারেন।

আরও পড়ুন – কি খেলে টিউমার ভালো হয়

নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম

নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন ২-৩টি সেবন করা। মাসিক শুরুর ১৯তম দিন থেকে ২৬তম দিন পর্যন্ত নরমেনস ট্যাবলেট খেতে হবে। সকাল, দুপুর এবং রাতে ১টি করে প্রতিদিন মোট ৩টি ট্যাবলেট খেতে পারেন। এতে করে মাসিকের সময়ের এবং মাসিক শুরুর পূর্বে যেসব উপসর্গ দেখা দেয় সেগুলো থেকে মুক্তি পাবেন।

নরমেন্স কতদিন খেতে হয়

নরমেন্স ট্যাবলেট মাসিক শুরুর ২-৩ দিন পূর্বে থেকে মাসিক শেষ হওয়ার ২-৩ দিন পর্যন্ত খেতে হয়। তবে, মাসিক পিরিয়ড এর ১৯-২৬ তম দিন পর্যন্ত নরমেন্স ট্যাবলেট খাওয়া উত্তম। আপনার মাসিক যতদিন হয়, ততদিন পর্যন্ত এই ট্যাবলেট খেতে পারেন।

তবে, এই ট্যাবলেট বেশি পরিমাণে খাওয়া যাবে না। এতে করে নরমেনস ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিবে।

নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়

নরমেনস ট্যাবলেট খাওয়ার ২১ দিনের মাঝেই সাধারণত মাসিক শুরু হয়। ডাক্তারের পরামর্শ নিয়ে নরমেনস ট্যাবলেট খেতে হবে। নরমেন্স ট্যাবলেট খাওয়া শুরু করার ৩ সপ্তাহের মাঝেই মাসিক শুরু হয়। ৩ সপ্তাহ প্রতিদিন ২-৩টি করে খাওয়ার পর পরবর্তী সপ্তাহ বন্ধ রাখতে হবে।

যদি মাসিক শুরু না হয়, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সাধারণত নরমেনস ট্যাবলেট খাওয়ার ২১ দিনের মাঝেই মাসিক শুরু হয়ে থাকে।

আরও পড়ুন – গনোরিয়া রোগ থেকে মুক্তির উপায়

নরমেন্স ট্যাবলেট খাওয়া কালিন সহবাস করলে কি বাচ্চা হয়

নরমেন্স ট্যাবলেট জন্ম বিরতি ওষুধ নয়। তাই এই ট্যাবলেট খাওয়া অবস্থায় অনিরাপদ যৌন সম্পর্ক করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা শতভাগ। জন্ম বিরতির জন্য নরমেন্স ট্যাবলেট খাওয়া ঠিক হবে না। মাসিকের পূর্বে বিভিন্ন উপসর্গ সহ অনেক সমস্যা হয়। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য নরমেন্স ট্যাবলেট খেতে হয়।

নরমেন্স খেলে কি মাসিক বন্ধ হয়

নরমেন্স ট্যাবলেট খেলে মাসিক শুরু হয়। আপনার যদি অনেকদিন মাসিক বন্ধ থাকে, তবে প্রতিদিন ৩টি করে ১০ দিন নরমেনস ট্যাবলেট খেলে মাসিক শুরু হবে। তবে, মাসিক শুরু হওয়ার পূর্বে নরমেনস ট্যাবলেট খাওয়া বন্ধ করতে হবে।

নরমেন্স খাওয়ার পর পিরিয়ড না হলে

নরমেন্স খাওয়ার পর পিরিয়ড না হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। অনেকদিন মাসিক না হলে নরমেন্স ট্যাবলেট দশদিন খেতে হয় প্রতিদিন ৩টি করে। এরপর কয়েকদিন এই ট্যাবলেট খাওয়া বন্ধ করলে মাসিক শুরু হয় ৩-৪দিনের মাঝেই।

তবে, নরমেন্স খাওয়ার পর পিরিয়ড না হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রেগন্যান্ট হয়েছেন কিনা এটি চেক করতে হবে। এজন্য একটি প্রেগনেন্সি চেক কিট কিনতে পারেন।

আরও পড়ুন – কৃমির ঔষধ কোনটা ভালো

নরমেনস ট্যাবলেট এর দাম

নরমেনস ট্যাবলেট এর দাম বাংলাদেশে ৬০ টাকা থেকে ৬৫ টাকা হয়ে থাকে। একটি নরমেন্স ট্যাবলেট এর দাম ০৬ টাকা হয়ে থাকে। এক পাতা নরমেনস ট্যাবলেট এর দাম ৬০ টাকা থেকে ৬৫ টাকা হয়ে থাকে। নরমেনস ট্যাবলেট একসাথে এক বক্স কিনলে আরও কমে পাবেন।

নরমেনস ট্যাবলেট এর দাম অনলাইনে এবং অফলাইনে আলাদা হতে পারে। অনেক অনলাইন শপে নরমেন্স ট্যাবলেট এর দাম ৫৮ টাকা পাতা আবার অনেক জায়গায় ৬৫ টাকা। এছাড়াও, দোকানে ৬০-৬৫ টাকা নিবে।

শেষ কথা

নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয় এ বিষয়টি নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আরও এমন তথ্য জানতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আমি Specific Info ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন। প্রফেশনালি কন্টেন্ট রাইটিং করার পাশাপাশি এই ব্লগে পড়ালেখা, সাধারণ জ্ঞান বিষয়ক তথ্য নিয়ে লিখে থাকি।

Leave a Comment