অব্যাহতি পত্র লেখার নিয়ম বাংলায় ২০২৪

অব্যাহতি পত্র লেখার নিয়ম জানেন না? চাকুরী বা কর্মক্ষেত্র থেকে বেরিয়ে আসার জন্য অব্যাহতি পত্র বা রিজাইন লেটার লিখে জমা দিতে হয়। আপনি যদি রিজাইন লেটার লেখার নিয়ম না জেনে থাকেন, তবে এই পোস্টটি আপনার জন্যই।

কারণ, আজকের এই পোস্টে আপনাদের সাথে অব্যাহতি পত্র লেখার বিস্তারিত নিয়ম নিয়ে আলোচনা করবো। এছাড়াও, রিজাইন লেটার লেখার নমুনা শেয়ার করবো। এতে করে, আপনি সহজেই একটি অব্যাহতি পত্র লিখতে পারবেন এবং আপনার বসের কাছে জমা দিতে পারবেন।

তো আর দেরি কিসের? চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

অব্যাহতি পত্র বা রিজাইন লেটার কি?

যখন একটি চাকুরী থেকে অন্য কোনো চাকুরীতে বা একটি কাজ থেকে অন্য কাজে জয়েন করার জন্য পূর্বের কাজটি ছেড়ে দিতে হয়। এবং কাজ ছেড়ে দেয়ার জন্য অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট একটি পত্র লিখতে হয়। তখন সেই পত্রকে অব্যাহতি পত্র বা রিজাইন লেটার বলা হয়ে থাকে।

রিজাইন লেটার জমা দেয়ার মাধ্যমে কাজ থেকে অব্যাহতি নেয়া হয়ে থাকে। আপনিও যদি কোনো চাকুরী ছেড়ে দিতে চান, তবে অব্যাহতি পত্র লেখার নিয়ম জানতে হবে। তো চলুন, অব্যাহতি পত্র কিভাবে লিখতে হয় জেনে নেয়া যাক।

অব্যাহতি পত্র লেখার নিয়ম ২০২৪

অব্যাহতি পত্র লেখার জন্য অন্যান্য সাধারণ সকল আবেদন পত্র লেখার নিয়ম অনুসরণ করতে হয়। প্রাপকের নাম, পদবি এবং ঠিকানা উল্লেখ করে আবেদনের বিষয় লিখতে হবে। আবেদন বিষয় লেখার সময় “চাকুরী থেকে অব্যাহতির জন্য আবেদন” লিখতে হবে।

অতঃপর, জনাব বা মহোদয় লিখে আবেদনের মূল বিষয় শুরু করতে হবে। অতঃপর, প্রেরকের সকল তথ্য লিখে আবেদন পত্রটি লেখা সম্পন্ন করতে হবে। এরপর পত্রটি জমা দিতে হবে আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট।

রিজাইন লেটার লেখার নিয়ম বাংলায় ২০২৪

রিজাইন লেটার লিখতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না। এমন পরিস্থিতিতে পড়ে থাকলে নিচে উল্লিখিত নমুনাটি অনুসরণ কর অনেক সহজেই একটি রিজাইন লেটার লিখতে পারবেন।

তারিখ : ২১/১২/২০২৩
বরাবর
ব্যবস্থাপক
মানব সম্পদ বিভাগ
স্পেসিফিক ইনফো লিমিটেড
ধানমন্ডি, ঢাকা

বিষয়ঃ চাকুরী থেকে অব্যাহতির জন্য আবেদন

মহোদয়,
সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্পেসিফিক ইনফো লিমিটেড কোম্পানীতে দীর্ঘ ৭ বছর যাবত হিসাবরক্ষক হিসেবে কর্মরত আছি। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আগামী ০১/০১/২০২৪ খ্রিঃ তারিখ হতে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উক্ত পদ থেকে আমাকে অব্যাহতি প্রদান করে বাধিত করবেন।

নিবেদক-
স্বাক্ষর
(ফারহান)
হিসাবরক্ষক
স্পেসিফিক ইনফো লিমিটেড
ধানমন্ডি, ঢাকা।

উপরোক্ত নমুনাটি অনুসরণ করে সহজেই একটি চাকরি থেকে রিজাইন লেটার লিখতে পারবেন। রিজাইন লেটার লেখার সহজ নিয়ম অনুসরণ করে সহজেই সব ধরণের অব্যাহতি পত্র লিখতে পারবেন।

চাকরি হতে অব্যাহতি পত্র লেখার নিয়ম

চাকরি থেকে অব্যাহতি নেয়ার জন্য একটি অব্যাহতি পত্র জমা দিতে হয়। নতুবা, যদি অব্যাহতি পত্র জমা না দিয়ে চাকরি ছেড়ে দেয়া হয়, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য একটি অব্যাহতি পত্র লিখতে হবে।

নিচে আপনাদের জন্য চাকরি হতে অব্যাহতি পত্র লেখার নিয়ম ও নমুনা উল্লেখ করে দিলাম।

তারিখ : ২১/১২/২০২৩
বরাবর
ব্যবস্থাপক
মানব সম্পদ বিভাগ
স্পেসিফিক ইনফো লিমিটেড
ধানমন্ডি, ঢাকা

বিষয়ঃ চাকুরী থেকে অব্যাহতির জন্য আবেদন

মহোদয়,
সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্পেসিফিক ইনফো কোম্পানীতে দীর্ঘ ৪ বছর যাবত হিসাবরক্ষক পদে কর্মরত আছি। কিছুদিন পূর্বে পদ্মা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে সিনিয়র হিসাবরক্ষক পদে নিয়োগ পেয়েছি। তাই, ০১/০১/২০২৪ তারিখ হতে স্পেসিফিক ইনফো লিমিটেড কোম্পানিতে চাকুরি করা সম্ভব হচ্ছে না।

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উক্ত পদ থেকে আমাকে অব্যাহতি প্রদান করে বাধিত করবেন।

নিবেদক-
স্বাক্ষর
(ফারহান)
হিসাবরক্ষক
স্পেসিফিক ইনফো লিমিটেড
ধানমন্ডি, ঢাকা।

কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত

কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত লেখার জন্য অব্যাহতি পত্র লেখার নিয়ম অনুসরণ করতে হবে। এজন্য অব্যাহতি পত্র লেখার নমুনাগুলো অনুসরণ করতে পারেন। পোস্টে উল্লিখিত রিজাইন লেটার লেখার নমুনাগুলো অনুসরন করে সব ধরণের চাকুরী ছাড়ার দরখাস্ত লিখতে পারবেন।

আমাদের শেষ কথা

স্পেইসিফিক ইনফো ওয়েবসাইটের আজকের এই পোস্টে আপনাদের সাথে অব্যাহতি পত্র লেখার নিয়ম বা রিজাইন লেটার লেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি চাকুরী থেকে অব্যাহতি নিতে চান, তবে এই পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি।

আরও এমন তথ্য জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। পোস্ট সম্পর্কে মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।

আমি Specific Info ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন। প্রফেশনালি কন্টেন্ট রাইটিং করার পাশাপাশি এই ব্লগে পড়ালেখা, সাধারণ জ্ঞান বিষয়ক তথ্য নিয়ে লিখে থাকি।

Leave a Comment