হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু বিদ্যালয় বা অফিস না গেলে সমস্যা হবে। করণীয় কী? অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লিখে জমা দিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অসুস্থ হওয়ার কারণে অনেক সময় আমরা স্কুলে/কলেজে/অফিসে উপস্থিত হতে পারি না। পরবর্তী দিন গেলে স্যারের বকুনি শুনতে হয় এবং অধিকাংশ ক্ষেত্রে জরিমানা গুনতে হয়। তাই, একটি অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত লিখে জমা দিলে এ সমস্যা হবে না।
আজকের এই পোস্টে আপনাদের সাথে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি একজন স্কুল/কলেজ শিক্ষার্থী কিংবা অফিসে চাকুরী করেন, এই পোস্টটি সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।
Table of Contents
অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কিংবা অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে/কলেজে/অফিসে উপস্থিত হতে পারেননি, এখন একটি ছুটির দরখাস্ত লিখে জমা দিতে হবে। এজন্য, প্রথমেই আপনাকে ছুটির আবেদন পত্র লেখার নিয়ম জানতে হবে।
আমরা অনেকেই আবেদন পত্র লেখার সঠিক নিয়ম জানি না। তাই, আপনাদের সাথে আজ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম বাংলায় সঠিক নিয়মে কিভাবে লিখবেন, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
এছাড়াও, আপনি যেন খুব সহজেই একটি দরখাস্ত লিখতে পারেন, এজন্য কিছু দরখাস্ত লেখার নমুনা উল্লেখ করে দিবো। ফলে, আপনি এগুলো অনুসরণ করে সহজেই একটি আবেদন পত্র লিখতে পারবেন।
অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম
যেকোনো ধরণের আবেদন পত্র লেখার নিয়ম প্রায় একই। হোক সেটি অসুস্থতার জন্য অথবা অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র। একটি আবেদন পত্র লেখার সময় লেখার মাঝে বিনয়ের ভাব প্রকাশ করতে হবে। আমরা যদি আবেদন পত্রে আদেশ বা নির্দেশমূলক কোনো শব্দ বা বাক্য ব্যবহার করি, তবে সাধারণতই সেই আবেদনপত্রটি অনুমোদন পাবে না।
এজন্য, একটি আবেদনপত্র লেখার সময় এই বিষয়টি মাথায় রাখতে হবে। এছাড়াও, আবেদন পত্র লেখার সময় আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। এমন কিছু বিষয় নিচে তালিকা আকারে উল্লেখ করে দিয়েছি।
- শুরুতেই যেদিন আবেদন পত্রটি লিখছেন, সেদিনের তারিখ লিখতে হবে।
- এরপর, বরাবর লিখে নিচে প্রাপকের নাম লিখতে হবে।
- অতঃপর, প্রাপকের পদবি বা প্রতিষ্ঠানে তার অবস্থান লিখতে হবে।
- যে বিষয়ের উপর আবেদন পত্রটি লিখছেন, সেটি এক লাইনে লিখতে হবে।
- জনাব, স্যার, মহোদয় ইত্যাদি সম্ভাষণমূলক শব্দ দিয়ে লেখা শুরু করতে হবে।
- অতঃপর, আবেদনের বিষয়টি সুন্দর করে গুছিয়ে উল্লেখ করতে হবে।
- প্রেরক বা আবেদনকারীর নাম এবং ঠিকানা ও পদবি উল্লেখ করতে হবে।
উপরোক্ত একটি নিয়মগুলো অনুসরণ করলে সহজেই একটি অসুস্থতার ছুটির আবেদন পত্র লিখতে পারবেন। বিদ্যালয়/কলেজ/অফিস ভেদে লেখার ধরণে কিছুটা পরিবর্তন করতে হয়। নিচে আবেদন পত্র লেখার নমুনা উল্লেখ করে দিয়েছি।
অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র
অসুস্থতার জন্য অফিসে উপস্থিত হতে পারেননি। তাই একটি ছুটির আবেদন পত্র লিখে বসের কাছে জমা দিতে চাচ্ছেন। এতে করে যেন বস আপনাকে বকাঝকা না করেন এবং বেতন না কেটে নেন। এজন্য, নিচে উল্লিখিত অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র লেখার নমুনাটি অনুসরণ করুন।
১৮ জুলাই, ২০২৩
বরাবর
কর্তৃপক্ষ
স্কয়ার লিমিটেড
মতিঝিল, ঢাকা
বিষয় : অফিসে অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত কর্মচারী। গত ১৪ ডিসেম্বর ২০২৩ হতে ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ অব্দি অসুস্থতার জন্য অফিসে উপস্থিত হতে পারিনি। পূর্বের তুলনায় সুস্থ হওয়ার কারণে আজ অফিসে উপস্থিত হয়েছি। তাই, জনাবের নিকত আকুল আবেদন এই যে, অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে গত ০৩ দিনের জন্য ছুটি দিয়ে বাধিত করবেন।
অতএব, মহোদয়ের নিকট বিশেষ অনুরোধ এই যে, আমার অসুস্থতার কথা বিবেচনা করে, গত কয়েকদিনের জন্য ছুটি দিয়ে বাধিত করবেন।
বিনীত
মো: ফারহান ইসলাম
অসুস্থতার জন্য স্কুলে ছুটির আবেদন পত্র
অসুস্থ থাকার কারণে স্কুলে উপস্থিত হতে না পারলে একটি দরখাস্ত লিখে প্রধান শিক্ষক অথবা স্কুল শিক্ষকের নিকট জমা দিতে হবে। এতে করে, শিক্ষক আপনার ছুটি মঞ্জুর করবেন। নতুবা, স্কুলে উপস্থিত হতে না পারার কারণে জরিমানা সহ শাস্তি দেয়া হতে পারে।
নিচে অসুস্থতার জন্য স্কুলে ছুটির আবেদন পত্র লেখার নিয়ম ও নমুনা উল্লেখ করে দিয়েছি। এটি অনুসরণ করে সহজেই একটি আবেদন পত্র লিখতে পারবেন।
১৮ জুলাই, ২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ
রংপুর সদর, রংপুর
বিষয় : স্কুলে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের একজন নিয়মিত শিক্ষার্থী।গত ১৪ ডিসেম্বর ২০২৩ হতে ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ অব্দি অসুস্থতার জন্য স্কুলে উপস্থিত হতে পারিনি। পূর্বের তুলনায় সুস্থ হওয়ার কারণে আজ অফিসে উপস্থিত হয়েছি। তাই, জনাবের নিকত বিনিত আবেদন এই যে, আমার অসুস্থতার কথা বিবেচনা করে গত ০৩ দিনের জন্য ছুটি দিয়ে এবং আবারও নিয়মিত ক্লাস শুরু করার সুযোগ প্রদান করে বাধিত করবেন।
অতএব, মহোদয়ের নিকট বিশেষ আবেদন এই যে, অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে গত ০৩ দিনের জন্য ছুটি দিয়ে বাধিত করবেন।
বিনীত
মো: ফারহান ইসলাম
ক্লাস ১০, রোল ০১
অসুস্থতার জন্য কলেজে ছুটির আবেদন পত্র
অসুস্থতার জন্য কলেজে উপস্থিত হতে পারেননি। এজন্য, একটি আবেদন পত্র লিখে প্রধান শিক্ষকের নিকট কিংবা ক্লাস টিচারের নিকট জমা দিতে হবে। কিন্তু, আপনি ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম জানেন না।
তাই, নিচে উল্লিখিত কলেজে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নমুনা দেখে একটি আবেদনপত্র লিখে ফেলুন এবং এটি জমা দিয়ে ছুটি নিন।
১৮ জুলাই, ২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
দিনাজপুর সরকারী কলেজ
দিনাজপুর সদর, দিনাজপুর
বিষয় : কলেজে অসুস্থতার কারণে ছুটির জন্য আবেদন পত্র।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। গত ১৪ ডিসেম্বর ২০২৩ হতে ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ অব্দি অসুস্থতার জন্য স্কুলে উপস্থিত হতে পারিনি। পূর্বের তুলনায় সুস্থ হওয়ার কারণে আজ কলেজে উপস্থিত হয়েছি। তাই, জনাবের নিকত বিনিত আবেদন এই যে, আমার অসুস্থতার কথা বিবেচনা করে গত ০৩ দিনের জন্য ছুটি দিয়ে এবং আবারও নিয়মিত ক্লাস শুরু করার সুযোগ প্রদান করে বাধিত করবেন।
অতএব, মহোদয়ের নিকট বিশেষ অনুরোধ এই যে, আমার অসুস্থতার কথা বিবেচনা করে, গত কয়েকদিনের জন্য ছুটি দিয়ে বাধিত করবেন।
বিনীত
মো: ফারহান ইসলাম
দ্বাদশ শ্রেনি, রোল ০২
শেষ কথা
আজকের এই পোস্টে আপনাদের সাথে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম এবং নমুনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকলে, স্কুলে/কলেজে/অফিসে অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারলে কী উপায়ে আবেদন পত্র লিখতে হবে সেটি জানতে পারবেন।
এমন আরও তথ্যমূলক ব্লগ পড়তে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। পোস্ট সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না যেন।