বাংলালিংক সিমে মিনিট প্যাকেজ কিনতে চাচ্ছেন কিন্তু বাংলালিংক মিনিট অফার জানেন না? আজকের এই পোস্টে আপনাদের সাথে বাংলালিংক মিনিট অফার ২০২৪ এর তালিকা নিয়ে আলোচনা করবো।
আপনি যদি বাংলালিংক সিমের গ্রাহক হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই বাংলালিংক সিম থেকে প্রয়োজনে কল দিয়ে কথা বলতে হয়। কিন্তু, মেইন ব্যালেন্স থেকে কল দিয়ে সরাসরি কথা বললে বেশি ব্যালেন্স কেটে নেয়। তাই, অনেকেই কল দিয়ে কথা বলার জন্য মিনিট প্যাকেজ কিনে থাকেন।
কিন্তু, অধিকাংশ মানুষ বাংলালিংক সিমের মিনিট অফার সম্পর্কে না জানার কারণে মিনিট প্যাকেজগুলো কিনতে পারেন না। তো চলুন, বাংলালিংক মিনিট কেনার কোডগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
Table of Contents
বাংলালিংক মিনিট অফার
বাংলালিংক সিমে অনেক মিনিট অফার রয়েছে। এই মিনিট অফারগুলো আপনি কম টাকা দিয়ে আবার বেশি টাকা দিয়ে কিনতে পারবেন। এছাড়াও, বেশি মেয়াদের এবং কম মেয়াদের উভয় মিনিট অফার রয়েছে। তাই, আপনার যেমন মিনিট প্যাকেজ পছন্দ তেমন কিনতে পারবেন।
নিচে আপনাদের সাথে বাংলালিংক মিনিট অফার প্যাকেজ এর তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে। এখানে, বিভিন্ন দামের এবং বিভিন্ন মেয়াদের মিনিট প্যাকেজ দেখতে পারবেন। এছাড়াও, প্রতিটি মিনিট অফার কীভাবে নিতে হবে সেটিও জানতে পারবেন।
প্যাকের দাম | বাংলালিংক মিনিট অফার | মেয়াদ |
---|---|---|
10 Taka | 15 Minutes | 1 Day |
20 Taka | 32 Minutes | 2 Days |
30 Taka | 50 Minutes | 3 Days |
50 Taka | 70 Minutes | 5 Days |
57 Taka | 90 Minutes | 5 Days |
66 Taka | 90 Munutes | 7 Days |
74 Taka | 120 Minutes+4 Taka Cashback | 7 Days |
107 Taka | 175 Minutes | 7 Days |
117 Taka | 190 Minutes+7 Taka Cashback | 10 Days |
257 Taka | 420 Taka+20 Taka Cashback | 30 Days |
367 Taka | 600 Minutes+40 Taka Cashback | 30 Days |
157 Taka | 200 Minutes | 30 Days |
207 Taka | 300 Minutes | 30 Days |
307 Taka | 500 Minutes | 30 Days |
168 Taka | 225 Minutes | 30 Days |
247 Taka | 350 Minutes | 30 Days |
347 Taka | 570 Minutes | 30 Days |
বাংলালিংক সিমে মিনিট অফার কিনতে চাইলে উপরে উল্লেখ করে দেয়া মিনিট প্যাকেজের টেবিল থেকে আপনার যেমন মেয়াদের মিনিট প্যাকেজ প্রয়োজন, সেটি কিনতে পারেন। মিনিট প্যাকেজগুলো কেনার জন্য অবশ্যই সমপরিমাণ টাকা রিচার্জ করতে হবে। রিচার্জ করলে মিনিট অফারটি একটিভ হয়ে যাবে।
আরও পড়ুন — এয়ারটেল মিনিট চেক কোড
বাংলালিংক মিনিট অফার ৩০ দিন মেয়াদ
আপনি যদি বাংলালিংক সিমে ৩০ দিন মেয়াদের মিনিট অফার কিনতে চান, তাহলে নিচে উল্লেখ করে দেয়া মিনিট প্যাকেজগুলো আপনার জন্যই। নিচের তালিকায় আমি বাংলালিংক ৩০ দিন মেয়াদের মিনিট অফারগুলো এবং এই মিনিট অফারগুলোর দাম উল্লেখ করে দিয়েছি। এছাড়াও, বাংলালিংক মিনিট অফার কেনার কোডগুলোও উল্লেখ করে দিয়েছি।
যেকোনো মিনিট অফার পছন্দ হলে পাশে উল্লেখ করে দেয়া মিনিট অফার কেনার কোডটি ডায়াল করে সহজেই মিনিট প্যাকেজটি ক্রয় করতে পারবেন। মিনিট প্যাকেজ কিনতে চাইলে অবশ্যই প্যাকেজের দামের সমপরিমাণ ব্যালেন্স থাকতে হবে।
প্যাকের দাম | বাংলালিংক মিনিট অফার | মেয়াদ | কেনার কোড |
---|---|---|---|
147 Taka | 235 Minutes | 30 Days | *166*147# |
157 Taka | 250 Minutes | 30 Days | *166*157# |
197 Taka | 310 Minutes | 30 Days | *166*197# |
207 Taka | 340 Minutes | 30 Days | *166*207# |
297 Taka | 460 Minutes | 30 Days | *166*297# |
307 Taka | 510 Minutes | 30 Days | *166*307# |
218 Taka | 350 Minutes+1 GB | 30 Days | *121*218# |
328 Taka | 545 Minutes+1 GB | 30 Days | *121*328# |
198 Taka | 300 Minutes+2 GB | 30 Days | *121*198# |
298 Taka | 150 Minutes+5 GB | 30 Days | *121*298# |
498 Taka | 350 Minutes+15 GB | 30 Days | *121*498# |
798 Taka | 800 Minutes+40 GB | 30 Days | *121*798# |
898 Taka | 1000 Minutes+50 GB | 30 Days | *121*898# |
598 Taka | 400 Minutes+20 GB | 30 Days | *121*598# |
698 Taka | 700 Minutes+30 GB | 30 Days | *121*698# |
607 Taka | 1010 Minutes+1 GB | 30 Days | Recharge |
407 Taka | 675 Minutes+1 GB | 30 Days | Recharge |
বাংলালিংক ২ টাকায় ৮ মিনিট
বাংলালিংক সিমে মাত্র ২ টাকায় ৮ মিনিট অফারটি কিনতে চাইলে আপনার ফোনের ডায়াল প্যাড থেকে *১২১*৯০# কোডটি বাংলালিংক সিম থেকে ডায়াল করুন। এরপর, আপনার বাংলালিংক সিমের মেইন ব্যালেন্স থেকে ২ টাকা কেটে নিয়ে ৮ মিনিট যুক্ত করে দেয়া হবে।
এই মিনিট অফারটির মেয়াদ ৪ ঘণ্টা। অফারটি কেনার পর থেকে ৪ ঘণ্টা মেয়াদ থাকবে, আবারও কিনলে মেয়াদ বৃদ্ধি হবে।
আরও পড়ুন — রবি এসএমএস কেনার কোড
বাংলালিংক ৫ টাকায় ১৫ মিনিট
১২ ঘণ্টা মেয়াদে বাংলালিংক ৫ টাকায় ১৫ মিনিট, ৫টি এসএমএস, ৫এমবি ইন্টারনেট কিনতে ডায়াল করুন *১৩২*৫# কোডটি। এই কোডটি ডায়াল করার পর আপনার ফোন থেকে ৫ টাকা কেটে নিয়ে ১৫ মিনিট ব্যালেন্স যুক্ত করে দেয়া হবে।
এছাড়াও, পাশাপাশি ৫টি এসএমএস এবং ৫ এমবি ইন্টারনেট প্যাকেজ পাবেন। অফারটির মেয়াদ ১২ ঘণ্টা।
বাংলালিংক ১৪ টাকায় ৪০ মিনিট
বাংলালিংক সিমে মাত্র ১৪ টাকায় ৪০ মিনিট অফারটি কিনতে চাইলে ডায়াল করুন *১৬৬*১৪# এই কোডটি। এরপর, ২ দিন মেয়াদে এই মিনিট প্যাকেজটি চালাতে পারবেন। অফারটি কেনার জন্য আপনার সিমে ১৪ টাকা সমপরিমাণ ব্যালেন্স থাকতে হবে।
বাংলালিংক ২৪ টাকায় ৭৫ মিনিট
বাংলালিংক ২৪ টাকায় ৭৫ মিনিট অফারটি কিনতে প্রথমেই মোবাইল ফোনের ডায়াল প্যাড ওপেন করে নিন। এরপর, ডায়াল করুন *১৬৬*২৪# কোডটি। এরপর, ৭ দিন মেয়াদে ৭৫ মিনিট অফারটি পেয়ে যাবেন। এই অফারটি কিনলে সাথে ৫০টি এসএমএস ফ্রি পাবেন। অফারটি কিনতে সিমের মূল ব্যালেন্সে অবশ্যই ২৪ টাকা বা তার বেশি পরিমাণ ব্যালেন্স থাকতে হবে।
আরও পড়ুন — রবি মিনিট চেক কোড
বাংলালিংক ১২৩ টাকায় ৪০০ মিনিট
বাংলালিংক সিমে ১২৩ টাকায় ৪০০ মিনিট অফারটি কিনতে হলে ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করতে হবে *১২৪*১২৩# এই কোডটি। এরপর, মাত্র ১২৩ টাকার বিনিময়ে ৪০০ মিনিট অফার কিনতে পারবেন। ৪০০ মিনিট অফারটির মেয়াদ হচ্ছে ৩০ দিন। ৩০ দিনের মাঝে আবারও প্যাকেজটি কিনলে অফারের মেয়াদ বৃদ্ধি হবে এবং নতুন মিনিটগুলো অব্যবহৃত মিনিটের সাথে যুক্ত হবে।
বাংলালিংক ২০৭ টাকায় ৩৪০ মিনিট
বাংলালিংক সিমে ২০৭ টাকায় ৩৪০ মিনিট অফারের প্যাকেজটি কিনতে ডায়াল করুন *১২১*২০৭# কোডটি। এই কোডটি ডায়াল করার মাধ্যমে সিমের মূল ব্যালেন্স থেকে ২০৭ টাকার বিনিময়ে ৩৪০ মিনিট অফারের প্যাকেজটি কিনতে পারবেন। এই প্যাকেজটির মেয়াদ হচ্ছে ৩০ দিন।
বাংলালিংক ৩০৭ টাকায় ৫১০ মিনিট
বাংলালিংক ৩০৭ টাকায় ৫১০ মিনিট অফারটি কিনতে ডায়াল করুন *১২১*৩০৭# কোডটি। এই কোডটি ডায়াল করার পর আপনার সিমের মূল ব্যালেন্স থেকে ৩০৭ টাকা কেটে নেয়া হবে এবং ৫১০ মিনিট যুক্ত করে দেয়া হবে। এই ৫১০ মিনিট অফারটির মেয়াদ হচ্ছে ৩০ দিন।
আরও পড়ুন — কম দামে রবি মিনিট কেনার কোড
শেষ কথা
আজ আপনাদের সাথে বাংলালিংক মিনিট অফার শেয়ার করেছি। এছাড়াও, বাংলালিংক সিমের মিনিট কেনার কোডগুলো শেয়ার করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে নিজে থেকেই বিভিন্ন মিনিট অফার কিনতে পারবেন। আরও এমন তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।