গলায় কাটা নামানোর দোয়া কি জেনে নিন

গলায় কাটা বিঁধেছে? কিছুতেই গলা থেকে কাটা নামছে না? এই পোস্ট থেকে গলায় কাটা নামানোর দোয়া এবং কীভাবে গলা থেকে কাটা নামানো যায় এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

মাছ খাওয়ার সময় অনেকেরই গলায় কাটা বিধে যায়। তখন, যেকোনো খাবার খেলেই গলায় বিধে যাওয়া কাটা অনেক ব্যাথা করে। এছাড়াও, গলায় কাটা বিধে থাকলে তা অনেক জ্বালা করে। তাই, গলায় কাটা বিধে গেলে গলার কাটা নামানোর উপায় জানতে হবে।

অনেকেই গলায় কাটা বিঁধলে ভাত খান, পানি খান, শক্ত খাবার খান, কিন্তু কাজ হয় না। আবার, আমাদের মা-চাচি বা দাদী-নানী গলায় কাটা বিঁধলে গলায় কাটা নামানোর দোয়া পড়তে বলেন। কিন্তু গলার কাটা নামানোর দোয়া অনেকেই জানেন না। তো চলুন, গলার কাঁটা নামানোর দোয়া সম্পর্কে জেনে নেয়া যাক।

গলায় কাটা নামানোর দোয়া

গলায় কাটা নামানোর জন্য একটি দোয়া রয়েছে। আপনার গলায় যদি কাটা বিধে থাকে, তবে এই দোয়াটি পড়তে পারেন। নিচে গলার কাটা নামানোর দোয়াটি উল্লেখ করে দিয়েছি।

গলায় কাটা বিঁধলে যে দোয়া পড়তে হবে –

فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ

দোয়াটির উচ্চারণ: “ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।”

দোয়াটির বাংলা অর্থ: “অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়।”

(সূরা: আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৮৩)।

গলায় কাটা বিঁধলে উপরে উল্লেখ করে দেয়া দোয়াটি ওজু করে বিসমিল্লাহ বলে পড়া শুরু করুন। দোয়াটি পড়বেন এবং গলায় আঙুল বোলাতে থাকবেন এবং ধোক গিলতে থাকবেন। তাহলে, ইনশা আল্লাহ্‌ আপনার গলা থেকে কাটা নেমে যাবে।

বাচ্চাদের গলায় কাটা নামানোর দোয়া

বাচ্চাদের গলায় কাটা নামানোর দোয়া হচ্ছে – فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ । বাচ্চাদের গলায় কাটা বিধে গেলে এই দোয়াটি বিসমিল্লাহ সহিত পড়তে হবে। দোয়াটি পড়ার আগে অবশ্যই ওজু করে বিসমিল্লাহ পড়ে নিতে হবে।

একজন প্রাপ্ত-বয়স্ক মানুষের গলায় কাটা বিঁধলে অনেক জ্বালা করে এবং কোনো খাবার খাওয়া যায় না। সেখানে যদি একটি বাচ্চার গলায় কাটা বিধে যায়, তবে অনেক সমস্যা হয়। বাচ্চাদের গলা ছোট হওয়ার কারণে তাদের গলায় কাটা আটকানোর সমস্যা আরও বেশি হয়ে থাকে।

তাই, বাচ্চাদের গলায় কাটা আটকালে, বাচ্চাদের গলার কাটা নামানোর দোয়া পড়তে হবে। সঙ্গে তাদের গলায় আঙুল বুলাতে হবে বাইরে থেকে এবং ঢোক গিলতে বলতে হবে। ইনশা আল্লাহ্‌ এভাবে করে বাচ্চাদের গলার কাটা নেমে যাবে।

আরও পড়ুন – ১০টি সেরা কাশির ট্যাবলেট এর নাম

গলায় মাছের কাটা নামানোর দোয়া আরবি

গলায় মাছের কাটা নামানোর দোয়া فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ পড়তে হবে এবং গলায় আলতো করে হাত বুলাতে হবে। দোয়াটি পড়ার পূর্বে অবশ্যই ওজু করতে হবে এবং আউযুবিল্লাহির মিনার শাইতনির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তে হবে। এরপর, দোয়া পড়তে হবে এবং ঢোক গিলতে হবে।

এভাবে করে গলায় মাছে কাটা নামানোর দোয়া পড়ে সহজেই গলা থেকে মাছের কাটা নামানো যাবে। যে কারও গলার কাটা নামানোর জন্য এই দোয়াটি পড়তে পারেন। যতক্ষণ পর্যন্ত গলার কাটা নামছে না, ততক্ষণ এই কাজটি করুন। অল্প সময়ের মাঝেই গলার কাটা নেমে যাবে।

গলায় কাটা বিঁধলে করণীয়

গলায় কাটা বিঁধলে করণীয় হচ্ছে একটি পাকা কলা অল্প চিবিয়ে খাওয়া। পাকা কলা অল্প চিবিয়ে খেলে অনেক দ্রুত গলার কাটা নেমে যাবে। এছাড়াও, ভাতের দলা খেতে পারেন। এভাবে করেও গলার কাটা নেমে যায়।

তবে, গলায় কাটা নামানোর দোয়া পড়েও গলা থেকে কাটা নামানো যায়। তাই, আপনি একসাথে দুইটি কাজ করতে পারেন।

একটি পাকা কলা বা ভাতের দলা নিয়ে বিসমিল্লাহ পড়ে গলার কাটা নামানোর দোয়াটি পড়তে পারেন। সঙ্গে গলায় আঙুল দিয়ে মালিশ করতে হবে। এভাবে করে সহজেই গলা থেকে কাটা নেমে যাবে।

গলায় মাছের কাটা ফুটলে ঔষধ

যেকোনো একটি সফট ড্রিঙ্কস এর সাথে লেবুর রস মিশিয়ে নিতে হবে। এরপর, এই রসটি দিনে দুই বেলা খেতে হবে। এভাবে করে গলার কাটা গলে যাবে। এছাড়াও, ভিনেগার এর সাথে পানি মিশিয়ে খেতে পারেন। এটি খেলেও গলার কাটা নেমে যাবে।

তবে, শক্ত কিছু খেলে অনেক দ্রুত গলায় মাছের কাটা বিধে থাকলে তা নেমে যায়। গলায় মাছের কাটা ফুটলে এই ওষুধ পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। এছাড়াও, উপরে উল্লেখ করে দেয়া গলার কাটা নামানোর দোয়াটিও পড়তে পারেন।

আরও পড়ুন – গনোরিয়া রোগ থেকে মুক্তির উপায়

গলায় মাছের কাটা ফুটলে হোমিওপ্যাথি ঔষধ

আমরা মাছে-ভাতে বাঙালি বলে একটি প্রবাদ আছে। তাই, ভাত খেতে গিয়ে মাছের কাটা গলায় বিধে যাবে এটাই স্বাভাবিক। তবে, গলায় মাছের কাটা বিধে গেলে অনেক জ্বালা করে থাকে। তাই, গলায় মাছের কাটা ফুটলে অনেকেই হোমিওপ্যাথি ঔষধ খেতে বলেন।

গলায় মাছের কাটা ফুটলে anagallis 30 ওষুধটি ১৫ মিনিট পর পর ৩ বার খেতে হবে। এতে করে গলায় ফুটে থাকা কাটা অনেক সহজেই নেমে যাবে। এছাড়াও, এই ওষুধটি খাওয়ার পাশাপাশি গলায় কাটা নামানোর দোয়াটি পড়তে পারেন।

FAQ

গলার কাটা নামানোর দোয়া কি?

গলায় কাটা নামানোর দোয়া হচ্ছে – فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ । এই দোয়াটির উচ্চারণ হচ্ছে – “ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।”

গলায় কাটা আটকে গেলে কি করতে হয়?

গলায় কাটা আটকে গেলে শক্ত কিছু খেতে হয়। যেমন – কলা বা ভাতের দলা।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে গলায় কাটা নামানোর দোয়া নিয়ে আলোচনা করেছি। আপনার বা আপনার পরিবারের কারও গলায় কাটা বিধে থাকলে পোস্টে উল্লেখ করে দেয়া পদ্ধতিগুলো অনুসরণ করুন। তাহলে, অনেক দ্রুত গলায় ফুটে যাওয়া মাছের কাটা গলে যাবে বা গলা থেকে নেমে যাবে।

আমি Specific Info ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন। প্রফেশনালি কন্টেন্ট রাইটিং করার পাশাপাশি এই ব্লগে পড়ালেখা, সাধারণ জ্ঞান বিষয়ক তথ্য নিয়ে লিখে থাকি।

Leave a Comment