ফি আমানিল্লাহ অর্থ কি? ফি আমানিল্লাহ বলা যাবে কি?

ফি আমানিল্লাহ অর্থ কি এবং ফি আমানিল্লাহ বলা যাবে কি না এসব বিষয় নিয়ে আজকের এই পোস্ট। এছাড়াও, ফি আমানিল্লাহ এর জবাবে কি বলতে হয় সেটি নিয়েও আমরা আজ বিস্তারিত আলোচনা করবো।

তো চলুন, ফি আমানিল্লাহ অর্থ কি এবং ফি আমানিল্লাহ এর উত্তরে কি বলতে হয় জেনে নেয়া যাক।

ফি আমানিল্লাহ অর্থ কি?

ফি আমানিল্লাহ অর্থ হচ্ছে আপনাকে আল্লাহ্‌ নিরাপত্তায় দিয়ে দিলাম বা আল্লাহর নিরাপত্তায় আপনাকে দিয়ে দিলাম। কেউ যখন বাইরে কোথাও ভ্রমণ করার উদ্দেশ্যে বের হয় বা দোয়া চায়, তখন ফি আমানিল্লাহ বলতে হয়।

ফি আমানিল্লাহ বলার মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে উক্ত ব্যক্তির জন্য নিরাপত্তা চাইলেন। এতে করে, উক্ত ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় থাকবে এটিই কামনা করলেন।

কোনো বিপজ্জনক কাজে বের হলে দোয়া করার জন্য ফি আমানিল্লাহ বলতে হয়। তাই, কেউ যদি আপনার কাছে দোয়া চাইতে আসে বা আপনি কারও নিরাপত্তার জন্য আল্লাহ্‌র কাছে দোয়া করতে চান, তবে ফি আমানিল্লাহ বলতে পারেন।

ফি আমানিল্লাহ বলা যাবে কি?

ফি আমানিল্লাহ বলে যাবে কারণ ফি আমানিল্লাহ শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ। ফি আমানিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমি আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম। আল্লাহ্‌ যেন আপনাকে সকল বিপদ-আপদ থেকে রক্ষা করেন। তাই, কারও জন্য দোয়া করতে ফি আমানিল্লাহ বলতে পারেন।

অর্থাৎ, কারও জন্য দোয়া করতে ফি আমানিল্লাহ শব্দটি বলতে পারেন। তাই, আপনার মনে যদি সংশয় থাকে যে আপনি ফি আমানিল্লাহ বলতে পারবেন কিনা, আশা করছি আপনার মনের সংশয় দূর করতে পেরেছি।

ফি আমানিল্লাহ উত্তরে কি বলতে হয়?

ফি আমানিল্লাহ যদি কেউ বলে, এর মানে সেই ব্যক্তি আপনার জন্য আল্লাহর নিকট নিরাপত্তা চেয়ে দোয়া করলো। আপনার জন্য কেউ দোয়া করলে এর জবাবে আপনি কিছু নাও বলতে পারেন বা তার জন্যও দোয়া করতে পারেন।

যদি কোথাও যাওয়ার জন্য বের হন এবং আপনাকে কেউ ফি আমানিল্লাহ বলে, তাহলে ফি আমানিল্লাহ এর জবাবে আলহামদুলিল্লাহ বা ফি আমানিল্লাহ বলতে পারেন। অথবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুকু বলতে পারেন। তবে, এটি ফি আমানিল্লাহ এর জবাব নয়। কিন্তু, বলতে কোনো সমস্যা নেই।

এভাবে করে ফি আমানিল্লাহ এর উত্তর দিতে হয়।

ফি আমানিল্লাহ কখন বলতে হয়?

যখন কোনো ব্যক্তির জন্য আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে দোয়া করা হয়, তখন ফি আমানিল্লাহ বলতে হয়। কারও নিরাপত্তার জন্য বা ভালোর জন্য আল্লাহর নিকট দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলতে পারেন। ফি আমানিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর কাছে উক্ত ব্যক্তির জন্য দোয়া করা হয়, নিরাপত্তা চাওয়া হয় এবং আল্লাহ্‌ যেন উক্ত ব্যক্তিকে সকল বিপদে রক্ষা করেন এটি কামনা করা হয়।

ফি আমানিল্লাহ কেন বলা হয়?

ফি আমানিল্লাহ তখনই বলা হয় যখন কেউ অন্য কারও জন্য সাহায্য প্রার্থনা করে কিংবা আল্লাহ্‌র নিকট দোয়া করে। একজন ব্যক্তি যখন বাইরে জাওয়ার জন্য বের হয়, রাস্তায় বিপদ আছে জেনে যখন অন্য একজন ব্যক্তি তাকে ফি আমানিল্লাহ বলে, তখন বুঝতে হবে যে উক্ত ব্যক্তি অপর ব্যক্তির জন্য দোয়া করেছে।

অর্থাৎ, ফি আমানিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ্‌ যেন উক্ত ব্যক্তিকে নিরাপত্তা প্রদান করেন এটাই দোয়া করা হয়েছে। ফি আমানিল্লাহ কেন বলা হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন?

ফি আমানিল্লাহ আরবি

ফি আমানিল্লাহ আরবি হচ্ছে – في امان الله । ফি আমানিল্লাহ অর্থ কি তা তো ইতোমধ্যেই জেনে গেছেন। আপনি যদি কাউকে আরবিতে ফি আমানিল্লাহ লিখে পাঠাতে চান কিন্তু ফি আমানিল্লাহ আরবি লিখতে না জানেন, তবে উপরে উল্লেখ করে দেয়া আরবি লেখাগুল কপি করে ব্যবহার করতে পারেন।

এতে করে অপর ব্যক্তি বুঝতে পারবেন যে আপনি তাকে ফি আমানিল্লাহ লিখে পাঠিয়েছেন। এছাড়াও, আপনি চাইলে ফি আমানিল্লাহ মানে কি এটিও সঙ্গে লিখে দিতে পারেন।

ফি আমানিল্লাহ ইংরেজি বানান

ফি আমানিল্লাহ অর্থ কি জানার পর আপনারও যদি ইচ্ছে হয় বন্ধু বা পরিবারের কাউকে ফি আমানিল্লাহ লিখে পাঠানোর, তবে ফি আমানিল্লাহ আরবিতে লিখে পাঠাতে পারে কিংবা ফি আমানিল্লাহ বাংলায় লিখে পাঠাতে পারে।

তবে, আপনি যদি ফি আমানিল্লাহ ইংরেজিতে লিখতে চান তবে ফি আমানিল্লাহ ইংরেজি বানান “Fi Amanillah” ব্যবহার করতে পারেন।

Fi Amanillah বাংলা অর্থ কি?

Fi Amanillah বাংলা অর্থ হচ্ছে কারও জন্য আল্লাহর নিকট নিরাপত্তার দোয়া করা। কেউ যদি আপনার কাছে দোয়া চায়, তবে তাকে ফি আমানিল্লাহ বলতে পারেন। ফি আমানিল্লাহ অর্থ হচ্ছে আপনি উক্ত ব্যক্তির জন্য আল্লাহর নিকট নিরাপত্তা চেয়ে দোয়া করলেন।

আমাদের শেষ কথা

স্পেসিফিক ইনফো ওয়েসাইটের আজকের এই পোস্টে আপনাদের সাথে ফি আমানিল্লাহ অর্থ কি এবং ফি আমানিল্লাহ এর জবাবে কি বলতে হয় এসব বিষয়ে আলোচনা করেছি। আরও এমন ইসলামিক তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন। আল্লাহ্‌ হাফেয।

আমি Specific Info ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন। প্রফেশনালি কন্টেন্ট রাইটিং করার পাশাপাশি এই ব্লগে পড়ালেখা, সাধারণ জ্ঞান বিষয়ক তথ্য নিয়ে লিখে থাকি।

Leave a Comment