HSC ইতিহাস ২য় পত্র MCQ মডেল টেস্ট
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
ইতিহাস ২য় পত্র mcq মডেল টেস্ট
১. বুর্জোয়াগণ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ.তৃতীয়
ঘ. চতুর্থ
২. ‘আয়কর’ কোন ধরনের করের আওতাভুক্ত?
ক. পরোক্ষ
খ. প্রত্যক্ষ
গ. আমদানি
ঘ. রপ্তানি
৩. কে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন?
ক. মন্টেস্কু
খ. ফিদেরো
গ. রিশেল্যু
ঘ. ম্যাজারিন
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :-
১৭৯৩ সালে ‘ক’ দলের পতনের মাধ্যমে ‘খ” দলটি ফ্রান্সের ক্ষমতা দখল করে নেয়। ‘ক’ দলের’ পতনের বিভিন্ন শহর প্রতি বিপ্লব বা বিপ্লব বিরোধী সশস্ত্র আন্দোলন শুরু হয়। মূলত ‘খ’ দলের নেতা ছিলেন সন্ত্রাসের রাজাদের প্রধান স্থপতি।
৪. উদ্দীপকে ‘ক’ দল বলতে কোন দলকে বোঝানো হয়েছে?
ক. জিরোনডিস্ট
খ. জ্যাকোবিন
গ. মডারেট
ঘ. কমিউনিস্ট
৫. উদ্দীপকে ‘খ’ দলের সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা ছিলেন-
i. রোবসপিয়ার
ii. নেপোলিয়ন
iii. ডাল্টন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৬. প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল কোন দেশ
ক. জার্মানি
খ. ইতালি
গ. অস্ট্রিয়া
ঘ. রাশিয়া
৭. প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে রাশিয়ার শত্রু ছিল কোন দেশ?
ক. জাপান
খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ইতালি
৮. প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথমে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়ে কোথায়?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. আমেরিকা
৯. উত্তর সাগর থেকে ফ্রান্সের সুইস সীমান্ত পর্যন্ত অংশকে কী বলে?
ক. পূর্ব রণাঙ্গন
খ. উত্তর রণাঙ্গন
গ. পশ্চিম রণাঙ্গন
ঘ. দক্ষিণ রণাঙ্গন
১০. প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র ছিল-
i. এশিয়া
ii. ইউরোপ
iii. আফ্রিকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. ১৯১৭ সালে সংঘটিত বিপ্লবটি পরিচিত—
ক. রুশ বিপ্লব
খ. বলশেভিক বিপ্লব
গ. অক্টোবর বিপ্লব
ঘ. উপরের সবগুলো
১২. জার কোন দেশের প্রাচীন রাজাদের উপাধি?
ক. ফ্রান্স
খ. রাশিয়া
গ. জার্মানি
ঘ. অস্ট্রিয়া
১৩. রাশিয়ার রাজনৈতিক বিকাশের পথে প্রধান বাধা ছিল-
i. জারতন্ত্রের নিষ্পেষণমূলক শাসন
ii. অভিজাততন্ত্রের দাপট
iii. মধ্যবিত্ত শ্রেণির অনুপস্থিতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
ফরাসি বিপ্লবে যেমন ফরাসি কবি, লেখক, সাহিত্যিক ও দার্শনিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তেমনি রাশিয়ায় একজন কালজয়ী দার্শনিকের আবির্ভাব ঘটে। যার লেখনী, রাশিয়ায় আমূল পরিবর্তন ঘটায়।
১৪. উদ্দীপকে উল্লিখিত কালজয়ী দার্শনিকের নাম কী?
ক. আলেকজান্ডার পুশকিন
খ. আন্তভ চেখভ
গ. মাক্সিম গোর্কি
ঘ. কার্ল মার্কস
১৫. উদ্দীপকে উল্লিখিত ঘটনা রাশিয়ায় কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছিল?
ক. শাসনতান্ত্রিক
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. সাংস্কৃতিক
১৬. হিটলার কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. ইতালি
খ. জার্মানি
গ. ইংল্যান্ড
ঘ. অস্ট্রিয়া
১৭. ওয়েমার সংবিধান কেমন ছিল?
ক. সুশৃঙ্খল
খ. অগণতান্ত্রিক
গ. অনিয়ন্ত্রিত
ঘ. অনির্দিষ্ট
১৮. জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ ত্যাগ করে কত সালে?
ক. ১৯৩১
খ. ১৯৩২
গ. ১৯৩৩
ঘ. ১৯৩৪
১৯. হিটলারের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পিছনে কাজ করেছে-
i. অসীম ধৈর্য
ii. উদ্দীপ্ত ভাষণ
iii. ইচ্ছাশক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. ইতালির পররাষ্ট্রনীতি কবে প্রথম ব্যর্থ হয়?
ক. ১৭৯২
খ. ১৮০১
গ. ১৮১৬
ঘ. ১৯১৯
২১. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোনটি?
ক. রাশিয়া
খ. চীন
গ. ব্রিটেন
ঘ. জাপান
২২. প্রধানত কয়টি সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ.৭টি
২৩. ইয়ান্টা সম্মেলনে যোগ দেন-
i. চার্চিল
ii. রুজভেল্ট
iii. স্ট্যালিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. ১৯৪৪ সালে রুশনিয়ায় কমিউনিস্ট সদস্যসংখ্যা কত ছিল
ক. ১০০
খ. ২০০
গ. ৪০০
ঘ. ৭০০
২৫. সাইপ্রাস সমস্যা সৃষ্টি হয় কত সালে?
ক. ১৯৬৫
খ. ১৯৬৬
গ. ১৯৬৮
ঘ. ১৯৬৯
২৬. ‘স্নায়ুযুদ্ধ’ শব্দটির সর্বপ্রথম প্রয়োগকারী কে?
ক. অধ্যাপক ফ্রাংকেল
খ. অধ্যাপক ফ্রিডম্যান
গ. ফুলটন
ঘ. বার্নান্ড বারুচ
২৭. স্নায়ুযুদ্ধে আমেরিকার প্রতিপক্ষ-
i. রাশিয়া
ii. ইংল্যান্ড
iii. জার্মানি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. মস্কো কোন দেশের রাজধানী?
ক. ইতালি
খ. রাশিয়া
গ. জার্মানি
ঘ. ব্রিটেন
২৯. তুরস্কের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তিতে হস্তক্ষেপ করে কোন দেশ?
ক. রাশিয়া
খ. জার্মানি
গ. ব্রিটেন
ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র
৩০. সোভিয়েত ইউনিয়ন ও তুরস্কের মধ্যে দ্বন্দ্বের কারণ কী?
ক. প্রদেশ দখল
খ. অভ্যন্তরীণ হস্তক্ষেপ
গ. বাণিজ্যে অসুবিধা
ঘ. কৃষির দুরবস্থা