ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন

ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন

ফরেক্স ট্রেডিং এর নাম হয়ত অনেকেই শুনে থাকবেন। এটা বর্তমানে সকলের কাছেই কমবেশী পরিচিত। অথবা আমরা অনেকেই Forex Trading করছি কিন্তু সেভাবে ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানিনা। ফরেক্স ট্রেডিং এর পূর্ণরুপ- (Foreign Exchange) যার অর্থ বৈদেশিক মুদ্রার আদান-প্রদান বা লেনদেন। এটাকেই সংক্ষেপে ফরেক্স ট্রেডিং বলা হয়। 

২০১৯ সালের এপ্রিল পর্যন্ত প্রতিদিন ৬.৬ ট্রিলিয়ন ডলারের Forex Trading হচ্ছে সারাবিশ্বব্যাপী। তারমানে বুঝতেই পারছেন এটাই বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক বাজার বা ফিনান্সিয়াল মার্কেট। এখন প্রশ্ন আসতে পারে Forex Trading কেন করা হয়? 

এখন যেহেতু অনলাইনে কেনাকাটা করা হয় সেহেতু বিভিন্ন দেশের জিনিস আপনি অনলাইনে কিনে থাকেন বা অর্ডার করেন। আপনি বাংলাদেশে থেকে যদি আমেরিকান কোন Perfume অর্ডার করেন তাহলে তা কিনতে ডলার প্রয়োজন হবে। 

এই ডলার আপনাকে Forex Trading এর মাধ্যমে ক্রয় করতে হবে আপনার দেশের অর্থ দিয়ে৷ যাদের মাধ্যমে ক্রয় করবেন তারা বাজারমূল্য অনুযায়ী Dollar মূল্য অনুযায়ী আপনার কাছ থেকে আপনার দেশীয় অর্থ গ্রহন করবে। 

ই-কমার্স, ট্যুরিজম, বিজনেস, এক্সপোর্ট-ইমপোর্ট এসবের জন্য প্রচুর পরিমাণ বৈদেশিক অর্থের ফরেক্স ট্রেডিং করার প্রয়োজন হয়। অর্থ্যাৎ এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় কেনাবেচা করতে হয়। এজন্যই বিশ্বব্যাপী Forex Trading এত জনপ্রিয়। 

সুচিপত্রঃ ফরেক্স ট্রেডিং কি | কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন

ফরেক্স ট্রেডিং এ অনেকেই আগ্রহী এবং Forex Trading এর জন্য একাউন্ট খুলে ট্রেডিং এ ক্যারিয়ার গড়তে চান। কিন্তু এ সম্পর্কে সঠিক গাইডলাইনের অভাবে শেষ পর্যন্ত আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হন। কারণ Forex Trading এর বাজার সবসময়ে ওঠানামা করে। মুদ্রার দর পতন এবং মুদ্রার মূল্যবৃদ্ধি হয় খুব দ্রুত। 

ফরেক্স ট্রেডিং জানতে সবসময় ফরেক্স মার্কেটের আপডেট সম্পর্কে খোঁজ রাখতে হবে। ডিলারদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তাই হুট করে কিছু না জেনে ট্রেডিং শুরু না করে এ বিষয়ে বিস্তারিত জেনে Trading শুরু করা উচিত।

ফরেক্স ট্রেডিং কি | What is Forex Trading

আমরা যারা ইন্টারনেটে নিয়মিত আসা-যাওয়া করি তারা প্রায়ই একটি নাম শুনে থাকি আর তা হলাে Forex trading। এই Forex trading কি? চলুন আমরা জানতে চেষ্টা করি ফরেক্স trading কি Forex trading 2002 Foreign Exchange trade spelat Foreign currency Exchange সহজ বাংলায় বললে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করার মাধ্যমে ট্রেড করা। অর্থাৎ এক দেশের currency-এর সাথে অন্য দেশের currency বিনিময় করার মাধ্যমে ট্রেড করা।

যেমন ধরুন আপনার কাছে ৭০ টাকা আছে ঐ ৭০ টাকা দিয়ে আপনি ১ ডলার কিনলেন । কিছু দিন পর দেখলেন টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে প্রতি ডলার সমান ৭৫ টাকা হয়ে গেল । এখন আপনি ঐ ১ ডলার ৭৫ টাকায় বিক্রি করে দিলেন ফলে আপনার ৫ টাকা লাভ হলাে ।

আবার ধরুন টাকার বিপরীতে ডলারের দাম কমে ৭০ টাকা। এখন আপনি আবার ১ ডলার কিনলেন, ডলারের দাম বাড়লে আপনি আবার এই ডলার বিক্রি করে লাভ করবেন।

এভাবেই মুদ্রা ক্রয়-বিক্রয় করে আপনি লাভ করলেন । Forex trading অনেকটা মুদ্রা ক্রয়-বিক্রয় করার মতাে। তবে Forex trading মুদ্রা ক্রয়-বিক্রয় এর মত এত কঠিন বা অনেক সময়সাপেক্ষ নয়। Forex trading আরাে অনেক সহজ। 

এখানে আপনাকে অনেক বেশি পরিমাণ টাকা ইনভেষ্ট করতে হবেনা বা অনেক সময় ধরে বসে থাকতে হবে না মুদ্রার দাম ওঠা-নামা করার জন্য। এখানে প্রতি ক্ষনে-ক্ষনেই মুদ্রার দাম উঠা-নামা করে। তাই বেশি সময় অপেক্ষা করতে হয়না। এখানে অল্প বিনিয়ােগ করেই Trade করা যায়। ভালাে ভাবে trading করতে পারলে অনেক বেশি লাভ করা যায় ।

ফরেক্স মার্কেট কি | What is Forex Market?

Forex trading একটি online ভিত্তিক আন্তর্জাতিক মার্কেট। এই মার্কেটে পৃথিবীর অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশগুলাের মুদ্রা ক্রয়-বিক্রয় এর মাধ্যমে ট্রেড করা হয়। এই মুদ্রাগুলাে একটি দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রা জোড়া আকারে থাকে। 

এই মার্কেটে প্রতিদিন প্রায় চার ট্রিলিয়নের ডলারের বেশি লেনদেন হয়। সারা বিশ্বে এই মাকের্টের মতাে এত বড় ও জনপ্রিয় মার্কেট আর একটিও নেই। Forex trading এখন আমাদের দেশেও অনেক জনপ্রিয় । হয়তাে সুদূর ভবিষ্যতে এটি আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি ক্ষেত্র হতে পারে ।

এই মার্কেটটি কিছুটা শেয়ার মার্কেটের মতাে। তবে কিছুটা Share মার্কেটের মতাে হলেও এটি শেয়ার মার্কেট থেকে সম্পূর্ন আলাদা এবং নিরাপদ। এই মার্কেটটি অনেক বড় হওয়ায় কোন ব্যক্তি বা দেশের পক্ষে একে একক ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। 

এটি তার নিজ গতিতেই চলে । এই মার্কেটে ধ্বস বলে কিছু নেই। এটি এমন একটি Market যেখানে ট্রেড করতে জানলে কোন মুদ্রার দাম কমলেও লাভ আবার বাড়লেও লাভ । তাই এখানে মন্দাভাব বা ধ্বস বলে কিছু নেই।

ফরেক্স ট্রেডিং কিভাবে করে

Forex trading কিভাবে করেঃ Forex trading করতে হলে আপনাকে যেকোন একটি Forex ব্রোকার সাইট থেকে Account খুলতে হবে। এই সাইটগুলাে আপনাকে অনেক সুযােগ-সুবিধা দিবে বিনিয়ােগ করার জন্য । Forex ব্রোকার সাইট নিয়ে পরবর্তীতে আরাে বিশদ আলােচনা করা হয়েছে । 

Forex মার্কেট সপ্তাহে শনিবার ও রবিবার ছাড়া বাকি পাঁচ দিনই পুরাে ২৪ ঘণ্টা খােলা থাকে। ফলে এই পাঁচ দিনের যে কোন সময় আপনার সুবিধামতাে ট্রেড করতে পারেন। তবে Forex trading-এ শুধুমাত্র যে currency trade হয় তা কিন্তু নয়। | এখানে আরাে অনেক ধরনের ট্রেড হয়। যেমন গােল্ড, সিলভার ইত্যাদি। তবে সেগুলাে ততটা জনপ্রিয় না যতটা currency trade জনপ্রিয়। 

আপনারা যারা Forex trading করতে চান তারা এই লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাে পড়বেন এবং প্রােজেক্ট গুলাে করে, পরে নিজে কিছু দিন practice করলে আপনিও পারবেন Forex trading করতে।

ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে চাইলে নির্দিষ্ট কোন ব্যাংক বা প্রতিষ্ঠানে স্বশরীরে যাওয়ার প্রয়োজন নেই। ফরেক্স ট্রেডিং ইলেকট্রনিক্যালি পরিচালিত হয়, এই ব্যবস্থাকে বলা হয় ওভার দ্যা কাউন্টার (Over the Counter) (ওটিসি)। সপ্তাহের ৫ দিন ২৪ ঘন্টাই ফরেক্স মার্কেটে ট্রেডিং চলে। কিন্তু যেহেতু সময়ের হিসাব সবদেশে সমান নয় তাই বলা যায় প্রতিদিনই ট্রেডিং চলতে থাকে। 

Forex trading এর সুবিধা

Forex trading-এর অনেক সুবিধা রয়েছে। আমরা এখানে এর কিছু সুবিধা নিয়ে আলােচনা করবাে। সর্বপ্রথম আমি এর যে সুবিধার কথা বলব তা হলাে এটি একটি online ভিত্তিক প্রতিষ্ঠান।

ফলে যে কেউ চাইলে Forex trading করতে পারেন। কারন আপনি যে পেশারই হন না কেন যেখানে থাকেন না কেন আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং একটি ইন্টারনেট সংযােগ থাকলেই আপনি অন্য যেকোন কাজের পাশাপাশি Forex trading করতে পারেন এবং পৃথিবীর যেকোন জায়গায় বসে। ট্রেড পরিচালনা করতে পারেন। 

আপনাকে এর পেছনে অনেক বেশি সময় ব্যয় করতে হবে না। শুধুমাত্র মাঝেমধ্যে আপনার ট্রেড লাইনটি check করলেই চলবে। আপনি যদি ট্রেড open করে সেখানে নাও থাকতে পারেন তারপরও আপনি চাইলে ট্রেড আপনার নিয়ন্ত্রণ-এ রাখতে পারেন ।

আপনি যদি ট্রেড চালু করে কম্পিউটারের সামনে নাও থাকতে পারেন তাহলেও কোন সমস্যা নেই কারন Stop loss এবং take profit system থাকার কারনে, আপনার ট্রেডে যদি লসও হয় তা হবে আপনি যতটুকু চান সে পর্যন্ত । আপনি লসের লিমিট যতটুকু দিবেন তার বেশি এক পয়শাও লস হবে না। সে জন্য এখানে Risk অনেক কম। কারন অনেক বেশি লস হওয়ার আশঙ্কা এখানে নেই। 

আপনি থাকলেও লস বেশি হওয়ার আগেই ট্রেড বন্ধ হয়ে যাবে। আবার take profit এর মাধ্যমে যতটুকু লাভ হলে আপনি ট্রেড ক্লোজ করতে চান আপনি যদি সেখানে নাও থাকেন ঠিক সেই জায়গায় গিয়ে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে এবং লাভ আপনার Account এ যােগ হয়ে যাবে। ফলে এটি যেকোন পেশার মানুষ চাইলেই করতে পারেন। এমনকি যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা মাত্র কয়েক ঘণ্টা সময় দিয়ে ঘরে বসেই Earn করতে পারেন ।

আরও পড়ুনঃ

এর বিশেষ সুবিধা হলাে “Forex trading” করতে অর্থনীতিবিদ হতে হয় না, অনেক বেশি ইংরেজি জানতে হয় না এবং কোন কিছুর উপর বিশেষজ্ঞও হতে হয় না। শুধুমাত্র Forex trading-এর কিছু বিষয় সম্বন্ধে জেনে এবং trading করার কৌশল জেনে কিছু দিন practice করলেই যে কেউ করতে Forex trading করতে পারবেন ।

তারপর যে সুবিধা তা হলাে স্বল্প বিনিয়ােগ করেও বিজনেস করা যায়। তাছাড়া অল্প বিনিয়ােগ করেও অনেক বেশি বিজনেস করা যায় লিভারেজ সুবিধার কারণে। লিভারেজ বা লােন হচ্ছে Forex trading এর বড় সুবিধা । Forex trading-এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে Demo trade করার সুবিধা। 

Demo trade হচ্ছে আপনার টাকা না, তাদের ভার্চুয়াল টাকা দিয়ে আপনি ট্রেড করবেন । Demo trade করার মাধ্যমে আপনি Forex trading শিখতে পারতেছেন বিনা Risk-এ এবং এই Demo trade করতে পারেন আপনার যতদিন ইচ্ছা ততদিন । যখন আপনি দেখবেন Demo trade- এ আপনার নিয়মিত লাভ হচ্ছে তখনই আপনি Real trade শুরু করে দিতে পারেন ।

  • এটি online ভিত্তিক হওয়ায় ঝামেলা কম। বিশ্বের যেকোন জায়গায় বসে ট্রেড পরিচালনা করা যায় । ২. অন্যান্য কাজের বা চাকরির পাশাপাশি করা যায় । 
  • ঘরে বসে ইনকাম করা যায় । 
  • কম পুঁজি দিয়ে বেশি বিজনেস করা যায় ।
  • Demo trade করা যায় । 
  • সময় বেশি দিতে হয় না।
  • দিনের ২৪ ঘণ্টার যেকোন সময় করা যায়। এছাড়াও Forex trading-এ আরাে অনেক সুবিধা আছে তা আপনারা Forex trading করলেই বুঝতে পারবেন। এখানে যে অসুবিধা নেই তা কিন্তু না তবে সুবিধার তুলনায় অসুবিধা কম।

Forex trading করতে কি কি প্রয়ােজন 

Forex trading শুরু করার আগে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে । এই প্রস্তুতি হচ্ছে মানষিক এবং কৌশলগত প্রস্তুতি । Forex trading-এর ক্ষেত্রে মানষিক প্রস্তুতি অনেক বেশি জরুরী । মানষিক প্রস্তুতি হলাে মন থেকে কিছু ভ্রান্ত ধারণা দূর করা। যেমন Forex trading করে রাতারাতি কোটিপতি হওয়া। 

এই ধারণাটি মন থেকে সম্পূর্ণ দূর করতে হবে, আর এই ধারণা মন থেকে দূর করতে না পারলে বুঝতে হবে আপনি Forex trading করতে পারবেন না। কারণ Forex trading করতে হয় অনেক বুঝে-শুনে কিন্তু আপনি কোটিপতি হওয়ার জন্য অনেক দ্রুত ট্রেডিং করতে গিয়ে কখন বেলেন্স শূন্য করে ফেলবেন তা আপনি নিজেও বুঝতে পারবেন না। 

কিন্তু আপনি যদি ধীরে-সুস্থে, দেখে-শুনে সল্প লাভের আশায় ট্রেডিং শুরু করেন তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন এবং এক সময় আপনি অনেক বেশি লাভ করতে পারবেন। আবার একবার লস হলেই ট্রেডিং বন্ধ করে না দেওয়া। কারণ এমনও হতে পারে যে তার পরের ট্রেডেই আপনার লাভ হবে। এছাড়া মন থেকে সকল ভয় দূর করতে হবে । 

তাহলে বুঝতেই পারছেন যে মানসিক প্রস্তুতি কতটা জরুরী। এখন বলবাে কৌশলগত প্রস্তুতি সম্পর্কে । কৌশল গত প্রস্তুতি হলাে Forex trading এর সকল মৌলিক বিষয় সম্বন্ধে জানা । মৌলিক বিষয়গুলাে জানার পর Demo trade করতে হবে মিনিমাম একমাস । এই একমাস Demo trade করার মাধ্যমে আপনি নিজেকে Forex trading-এর উপযুক্ত করে গড়ে তুলতে পারেন।

Forex trading করতে খুব বেশি কিছু প্রয়ােজন হয় না। সর্বপ্রথম যে জিনিসটি লাগবে তা হলাে আপনার মানসিক প্রস্তুতি। কারণ আপনি মানসিকভাবে প্রস্তুত হলে অনেক কঠিন জিনিসও সহজ করে ফেলতে পারেন। যদিও Forex trading এত কঠিন কিছু না। যদি আপনি মানসিক ভাবে প্রস্তুত হন তবে নিমের জিনিসগুলাে দরকার হবে Forex trading করার জন্যঃ

১. একটি কম্পিউটার 

২. একটি ইন্টারনেট সংযােগ

৩. কিছু ডলার 

Trade open ও close কিঃ 

Forex trading -এ trade open এবং trade close-এ দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এটি Forex trading করার সময় দরকার হয়। তবে আমরা আগেই এটি আলােচনা করে নিচ্ছি কারণ Forex trading-এর মৌলিক বিষয়গুলাে নিয়ে আলােচনা করার সময় এই trade “open & close” কথাটি আসবে। 

এই ট্রেড trade Open এবং close কথাটি যেন কোন ভাবে “Confutstion” তৈরি না করে তাই আমরা এটি আগেই জেনে নেবাে। এখানে দুটি কথা একটি হলাে trade open ও অন্যটি হলাে trade close। এগুলাে দেখে সহজেই বােঝা যায় একটি হল ট্রেড খােলা এবং অন্যটি হল ট্রেড বন্ধ করা । 

অর্থাৎ Forex trading -এ আপনি যখন একটি মুদ্রা ক্রয় করবেন তখন তাকে বলা হয় trade open, আবার যখন সেই মুদ্রাটি বিক্রি করে দিবেন তখন তাকে বলা হয় trade close। যেমন ধরুন আপনার কাছে ৭০০ টাকা আছে এই টাকা দিয়ে আপনি ১০ ডলার কিনলেন অর্থাৎ আপনি একটি ট্রেড open করলেন, এখন ধরুন এই ১০ ডলার আপনি আবার ৭৫০ টাকায় বিক্রি করে দিলেন অর্থাৎ আপনি ট্রেড close করলেন ।

আশা করি আপনারা ট্রেড open এবং close বিষয়টি বুঝতে পেরেছেন। যদি নাও বুঝতে পারেন শুধু এটুকু জেনে রাখুন ট্রেড open মানে ক্রয় করা এবং trade close মানে বিক্রয় করা। পরবর্তীতে আমরা trade open এবং trade close করে দেখাব।

ফরেক্স একাউন্ট এর প্রকারভেদ

যারা ডিলার তারা ফরেক্স অ্যাকাউন্ট ব্যবহার করে কারেন্সি এক্সচেঞ্জ অর্থ্যাৎ ক্রয়-বিক্রয় করে থাকেন। একাউন্টের ধরন লট সাইজের উপর নির্ভর করে। তিন ধরনের ফরেক্স একাউন্ট হয় যেমন-

মাইক্রো ফরেক্স একাউন্টঃ মাইক্রো ফরেক্স একাউন্ট ব্যবহার করে লট প্রতি ১০০০ ডলার পর্যন্ত এক্সচেঞ্জ করা যায়। 

মিনি ফরেক্স একাউন্টঃ মিনি ফরেক্স একাউন্ট হচ্ছে মাঝারি ধরনের ফরেক্স একাউন্ট। এ ধরনের একাউন্টের মাধ্যমে প্রতি লটে সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত এক্সচেঞ্জ করা যায়।

স্ট্যান্ডার্ড ফরেক্স একাউন্টঃ এটা ফরেক্স একাউন্টের মধ্যে সবচেয়ে বড় একাউন্ট। স্ট্যান্ডার্ড একাউন্ট ব্যবহার করে প্রতি লটে ১ লাখ ডলার পর্যন্ত এক্সচেঞ্জ করা যায়। 

শতবর্ষ ধরে ফরেক্স মার্কেটের কার্যক্রম চলে আসছে। এখন অনলাইনের সুবাদে আরও সহজে ফরেক্স এক্সচেঞ্জের কাজ করা যায়। কিন্তু তার জন্য প্রয়োজন ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভাল ধারণা থাকা। কিভাবে ফরেক্স ট্রেডিং করবেন তা সম্পর্কে জানতে প্রথমে ভালো একটি বই বা অনলাইনে এ সম্পর্কে আর্টিকেলগুলো পড়তে হবে। 

বেসিক ধারণা থেকে আগে জানতে হবে, তারপর Forex ডিলারদের থেকে ট্রেডিং সম্পর্কে শিখতে হবে। তার আগে ফরেক্স ট্রেডিংয়ে ইনভেস্ট করা যাবেনা৷ কারণ কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া আমাদের দেশে ফরেক্স ট্রেডিং নিষিদ্ধ। Proxy Server দিয়ে ব্যবসায় শুরু করা গেলেও যেকোন সময় একাউন্ট ব্যান হয়ে যেতে পারে। 

তাই আগে জানতে হবে আমাদের দেশে কোন কোন প্ল্যাটফর্মে ইনভেস্ট করা নিরাপদ। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোন ধরনের মানি অ্যাপ ব্যবহার করা যাবে। কি ধরনের বিজ্ঞাপন এবং কার্যক্রম বৈধ তা সম্পর্কে বিস্তারিত জানতে ফরেক্স ট্রেডিং সম্পর্কে পড়াশোনা এবং এনালাইসিস করতে হবে। 

কখন মুদ্রা কেনা উচিত, কিভাবে বিড করলে আস্কিং রেট বেশী পাওয়া যাবে তা জানতে তা জানতে হবে। মার্জিন মানি রাখা এবং নিজের ব্যবসায় ও মূলধন অনুযায়ী একাউন্ট খুলতে হবে যাতে লটের পরিমাণ বেশী হয়। বেশী লট লেনদেন হলে মার্কেট থেকে লেভারেজও বেশী পাওয়া যাবে। এবং লেভারেজ বেশী হলে স্প্রেড অর্থ্যাৎ লাভের পরিমাণও বেশী হবে। 

Forex trading এর মৌলিক বিষয়ঃ 

Forex trading করতে হলে আপনাকে এর মৌলিক বিষয়গুলাে জানতে হবে। এগুলাে না জানলে আপনি trading বেশি দিন করতে পারবেন না। এগুলাে অত্যন্ত জরুরী। তাে চলুন আমরা Forex trading এর মৌলিক বিষয় গুলাে দেখি । এগুলাে হলােঃ

1. Currency pair বা মুদ্রা জোড়া 

2. Leverage 

3. PIPS

4. Spread 

5. Margin 

6. Brokers

Forex trading-করতে হলে সবাইকে উক্ত ছয়টি বিষয় সম্পর্কে অবশ্যই জানতে হবে । এছাড়াও আরাে অনেকগুলাে বিষয় আছে, যেগুলাে আমরা এগুলাের সাথেই সাথেই জানবাে। এই বিষয় গুলাে আমরা বিস্তারিত আলােচনা করবাে। আশা করছি মন দিয়ে পড়বেন এবং বুঝার চেষ্টা করবেন। মনে রাখবেন এগুলাে না বুঝলে trading করার সময় সমস্যায় পড়বেন। বিষয় গুলাে খুবই সহজ, আপনি মনােযােগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন।

আস্কিং রেট – Asking Rate

ফরেক্স এক্সচেঞ্জে আস্কিং রেট বলতে বোঝায় গ্রাহক যে মূল্যে বৈদেশিক মুদ্রা ক্রয়ে আগ্রহী থাকে সেই মূল্যকে। 

বিড প্রাইজ – Bid Price

ফরেক্স ট্রেডিং এ একজন সেলার বা বিক্রেতা যে মূল্যে ফরেন কারেন্সি বিক্রয় করেন বা দাম নির্ধারণ করেন তাকে বিড প্রাইজ বলে। তবে মার্কেটে মুদ্রার দর ওঠানামা করে বিধায় বিড প্রাইজ ও পরিবর্তন হয়ে থাকে। 

বেয়ার মার্কেট – Bear Market

ফরেক্স ট্রেডিং এ যখন মুদার দামের আকস্মিক পতন ঘটে এবং Forex Trading এ ব্যাপক দরপতন ঘটে সেই অবস্থাকে বেয়ার মার্কেট বলা হয়। এই অবস্থায় ট্রেডাররা ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন।

বুল মার্কেট – Bull Market

যখন ফরেক্স মার্কেটে সকল মুদ্রা বা কারেন্সির মূল্য বেড়ে যায় তখন সেই অবস্থাকে বুল মার্কেট বলা হয়। বুল মার্কেট ট্রেডিং এর উন্নতি নির্দেশ করে। 

মার্জিন – Margine

ফরেক্স ট্রেডিং এ মার্জিন বলতে বোঝায়, ট্রেডার ভবিষ্যতের কথা চিন্তা করে যে আলাদা করে অন্য একাউন্টে যে অর্থ রাখেন, তাকে বোঝানো হয়। এই অর্থের কারণে ব্রোকার নিশ্চন্ত থাকেন যে, ট্রেডার যদি ব্যবসায়ে লসও করেন তবুও সে এই মার্জিন মানি দিয়ে পুনরায় ক্ষতি সামলাতে পারবে। তাই Forex Trading এ ট্রেডারদের মার্জিন মানি রাখতে হয়। 

ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন

লেভারেজ -Leverage

লেভারেজ হচ্ছে ফরেক্স মার্কেট থেকে অতিরিক্ত মূলধন ধার করা। বেশিরভাগ ট্রেডার যে অর্থ নিয়ে ব্যবসায় শুরু করেন তার কয়েকগুন অর্থ ফরেক্স ট্রেডিং থেকে লেভারেজ হিসেবে নিয়ে ব্যবসায় চালু রাখেন। লেভারেজ কত হবে তা নির্ভর করে লট সাইজের উপর। আপনি ১ লাখ টাকার ব্যবসায় করতে গেলে সর্বোচ্চ ১০ লাখ লেভারেজ পাবেন। যদি ১ কোটি টাকার ব্যবসায় করতে যান তাহলে ১০ কোটি টাকা লেভারেজ নিতে পারবেন। লেভারেজ ট্রেডারদের ব্যবসায় সম্প্রসারণ এবং মুনাফা অর্জনে সাহায্য করে। 

লট সাইজ – Lot Size

লট সাইজ ফরেক্স ট্রেডিং একাউন্ট এর ধরনের উপর নির্ভর করে। কারণ তিন ধরনের একাউন্ট যেমন মাইক্রো, মিনি এবং স্ট্যান্ডার্ড একাউন্ট অনুযায়ী তাতে নির্দিষ্ট লট সাইজে কারেন্সি এক্সচেঞ্জ করা যায়। মূলধন, মার্জিন, সবকিছু বিবেচনা করে একাউন্ট এবং লট সাইজ নির্বাচন করা উচিত। কারণ লট সাইজের উপর লেভারেজ এবং ট্রেডিং এর লাভ-ক্ষতি নির্ভর করে। 

স্প্রেড – Spread

আস্কিং রেট এবং বিড প্রাইজের মধ্যে পার্থক্যকে বলা হয় স্প্রেড। ট্রেডাররা Forex Trading এর জন্য কমিশন নেন না। তারা আয় করেন আস্কিং রেট এবং বিড প্রাইজের মধ্যে পার্থক্য থেকে। 

ফরেক্স ট্রেডিং কিভাবে শিখবেন | ফরেক্স ট্রেডিং শিখুন

ফরেক্স ট্রেডিং শিখতে প্রথমেই Forex Trading নিয়ে কিছু ভালো ইংরেজি এবং বাংলা বই পড়ুন। তাহলে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে পারবেন। এছাড়া প্রতিনিয়ত ফরেক্স মার্কেটে সম্পর্কে আপডেট জানার চেষ্টা করুন। 

ফরেক্স ডিলারদের মাধ্যমে ব্যবসায় শেখার চেষ্টা করুন। কারণ বই পড়ে প্রাথমিক জ্ঞান হলেও বাস্তব জ্ঞান আপনাকে ব্যবসায় করছেন এমন কেউই দিতে পারবেন। কোন ভুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখে আকৃষ্ট না হয়ে রিয়েল ডিলারের কাছে ব্যবসায় শিখুন। অননাইনে ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ফরেক্স সম্পর্কে সার্চ করুন। 

  • বাংলাদেশ ব্যাংকের অননুমোদিত কোন মাধ্যমে ইনভেস্ট করা যাবেনা। 
  • ফরেক্স শেখানোর নামে কোন ভুয়া প্রতিষ্ঠান খোলা যাবেনা। 
  • বাংলাদেশে নিষিদ্ধ এমন কোন সাইটে একাউন্ট খোলা যাবেনা। 
  • প্রক্সি সার্ভার দিয়ে অন্য দেশের জন্য অনুমোদিত প্ল্যাটফর্ম এ একাউন্ট খোলা যাবেনা। 

ফরেক্স ট্রেডিং কি হালাল

অনেকেই Forex Trading হালাল না হারাম তা জানতে চান। নরমাল একাউন্টে ফরেক্স এক্সচেঞ্জ এর জন্য কেন্দ্রীয় ব্যাংক কতৃক নির্দিষ্ট ইন্টারেস্ট দেওয়া হয়। 

তবে ইন্টারেস্ট গ্রহন হারাম বিধায় অনেক ব্রোকার ইন্টারেস্ট ফ্রি একাউন্ট সেল করে থাকেন। যারা হালালভাবে Forex Trading করতে চান তারা এই একাউন্টগুলো ক্রয় করে ফরেক্স ট্রেডিং শুরু করতে পারেন। 

শেষকথাঃ  

ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন-

ফরেক্স ট্রেডিং বিশ্বের সবচেয়ে বড় মার্কেটপ্লেস। এখানে প্রতিদিন সবচেয়ে বেশী পরিমাণ অর্থ লেনদেন করা হয়। 

কিন্তু আয়ের কৌশলে না জানলে এখান থেকে আয়ের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশী। তাই সকল তথ্য জেনে ফরেক্স ট্রেডিং করলে খুব দ্রুত আর্থিকভাবে লাভবান হতে পারবেন। মাসে লাখ টাকা আয় করা কোন ব্যাপারই হবেনা। 

তবে ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং সবসময়ে আপডেট রাখতে হবে। আমরা আজকের আলোচনায় Forex Trading সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। 

আমি Specific Info ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন। প্রফেশনালি কন্টেন্ট রাইটিং করার পাশাপাশি এই ব্লগে পড়ালেখা, সাধারণ জ্ঞান বিষয়ক তথ্য নিয়ে লিখে থাকি।

Leave a Comment